ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুরে রেললাইনের ক্লিপ চুরি, গ্রেপ্তার ৬, ৮৪টি ক্লিপ উদ্ধার

জামালপুরে রেললাইনের ক্লিপ চুরি অভিযোগে গ্রেপ্তার ছয় আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে রেললাইনের ক্লিপ চুরি অভিযোগে গ্রেপ্তার ছয় আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর-ঢাকা রুটের জামালপুর সেকশনের রেললাইনের লোহার ইলাস্টিক রেল ক্লিপ (ইআরসি) চুরির ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ৩০ জানুয়ারি সকালে ক্লিপসহ মাদরাসাছাত্র দুই কিশোরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদের স্বীকারুক্তি অনুযায়ী রাতেই শেরপুরের নকলা উপজেলা থেকে রেলওয়ে থানা পুলিশ দু’জন ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী ও আরো দুই কিশোর মাদরাসাছাত্রকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে গ্রেপ্তার ছয়জনের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। তারা হলেন- ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী জালালপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হযরত আলী (৭০), গড়েরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৪০), কায়দা পশ্চিপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মো. আলবার আছিফ (১৫) ও বাদশা মিয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র মামুন মিয়া (১৪), গড়েরগাঁও গ্রামের ছামেদুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র শাহেদুল ইসলাম আহাদ ওরফে শাকিল (১৫) ও কুর্শা গ্রামের শফিকুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র শাহরুল ইসলাম শাহান (১৫)। এই চার কিশোর নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার ছাত্র।

তাদের মধ্যে ৩০ জানুয়ারি বেলা ১১টার দিকে আলবার ও মামুনকে জামালপুরের পিয়ারপুর রেলস্টেশন এলাকায় ক্লিপ চুরির সময় হাতে নাতে আটক করা হয়। তাদের কাছে থেকে স্কুলব্যাগে ভরা ৩২টি ক্লিপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে রেলওয়ের জামালপুর সেকশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী কবীর হোসেন রানা বাদী হয়ে ওই দুই কিশোরকে আসামি করে ৩০ জানুয়ারি রাতে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে রেলওয়ের আইনের ১২৬ ধারায় ধ্বংসাত্মক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সরকারি সম্পদ রেললাইনের ক্লিপ চুরি করার অভিযোগ আনা হয়েছে।

পরে ওই দুই কিশোরের স্বীকারুক্তি অনুযায়ী জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত নকলা থানা পুলিশের সহায়তায় ৩০ জানুয়ারি রাতভর নকলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চারজনকে আটক করে একই মামলায় তাদেরকে আসামিভুক্ত করেছেন। তাদের মধ্যে ভাঙ্গারি মালামাল ব্যবসায়ী হজরত আলীর দোকান থেকে আরো ৫২টি রেলক্লিপ জব্দ করা হয়েছে। এই ৫২টি ক্লিপ সপ্তাহ খানেক আগে পিয়ারপুর রেলস্টেশন এলাকা থেকে চুরি করে ২০ টাকা কেজি দরে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার কিশোর শাহারুল।

রেলওয়ের জামালপুর সেকশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কবীর হোসেন রানা বাংলারচিঠিডটকমকে বলেন, ‘উদ্ধার করা ক্লিপগুলোর কাজ হলো স্লিপারের সাথে রেললাইনকে শক্তভাবে আটকে রাখা। এগুলো খুলে গেলে বা চুরি হয়ে গেলে যেকোনো সময় ট্রেনদুর্ঘটনা ঘটতে পারে। সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে রেলওয়ের জামালপুর সেকশনের বিভিন্ন স্থান থেকে রেললাইনের ক্লিপ ও অন্যান্য সামগ্রী চুরি করে আসছে।’

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ‘রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামিকে ১ ফেব্রুয়ারি সকালে জামালপুর আদালতে সোপর্দ করা হবে। রেললাইনের ক্লিপ চুরির ফলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তাই ট্রেন দুর্ঘটনা এড়াতে সংঘবদ্ধ চোরদের ধরতে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের কল্যাণ বিষয়ে জামালপুরে এনজিওদের সাথে সমন্বয় সভা

জামালপুরে রেললাইনের ক্লিপ চুরি, গ্রেপ্তার ৬, ৮৪টি ক্লিপ উদ্ধার

আপডেট সময় ১০:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
জামালপুরে রেললাইনের ক্লিপ চুরি অভিযোগে গ্রেপ্তার ছয় আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর-ঢাকা রুটের জামালপুর সেকশনের রেললাইনের লোহার ইলাস্টিক রেল ক্লিপ (ইআরসি) চুরির ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ৩০ জানুয়ারি সকালে ক্লিপসহ মাদরাসাছাত্র দুই কিশোরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদের স্বীকারুক্তি অনুযায়ী রাতেই শেরপুরের নকলা উপজেলা থেকে রেলওয়ে থানা পুলিশ দু’জন ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী ও আরো দুই কিশোর মাদরাসাছাত্রকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে গ্রেপ্তার ছয়জনের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। তারা হলেন- ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী জালালপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হযরত আলী (৭০), গড়েরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৪০), কায়দা পশ্চিপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মো. আলবার আছিফ (১৫) ও বাদশা মিয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র মামুন মিয়া (১৪), গড়েরগাঁও গ্রামের ছামেদুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র শাহেদুল ইসলাম আহাদ ওরফে শাকিল (১৫) ও কুর্শা গ্রামের শফিকুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র শাহরুল ইসলাম শাহান (১৫)। এই চার কিশোর নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার ছাত্র।

তাদের মধ্যে ৩০ জানুয়ারি বেলা ১১টার দিকে আলবার ও মামুনকে জামালপুরের পিয়ারপুর রেলস্টেশন এলাকায় ক্লিপ চুরির সময় হাতে নাতে আটক করা হয়। তাদের কাছে থেকে স্কুলব্যাগে ভরা ৩২টি ক্লিপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে রেলওয়ের জামালপুর সেকশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী কবীর হোসেন রানা বাদী হয়ে ওই দুই কিশোরকে আসামি করে ৩০ জানুয়ারি রাতে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে রেলওয়ের আইনের ১২৬ ধারায় ধ্বংসাত্মক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সরকারি সম্পদ রেললাইনের ক্লিপ চুরি করার অভিযোগ আনা হয়েছে।

পরে ওই দুই কিশোরের স্বীকারুক্তি অনুযায়ী জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত নকলা থানা পুলিশের সহায়তায় ৩০ জানুয়ারি রাতভর নকলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চারজনকে আটক করে একই মামলায় তাদেরকে আসামিভুক্ত করেছেন। তাদের মধ্যে ভাঙ্গারি মালামাল ব্যবসায়ী হজরত আলীর দোকান থেকে আরো ৫২টি রেলক্লিপ জব্দ করা হয়েছে। এই ৫২টি ক্লিপ সপ্তাহ খানেক আগে পিয়ারপুর রেলস্টেশন এলাকা থেকে চুরি করে ২০ টাকা কেজি দরে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার কিশোর শাহারুল।

রেলওয়ের জামালপুর সেকশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কবীর হোসেন রানা বাংলারচিঠিডটকমকে বলেন, ‘উদ্ধার করা ক্লিপগুলোর কাজ হলো স্লিপারের সাথে রেললাইনকে শক্তভাবে আটকে রাখা। এগুলো খুলে গেলে বা চুরি হয়ে গেলে যেকোনো সময় ট্রেনদুর্ঘটনা ঘটতে পারে। সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে রেলওয়ের জামালপুর সেকশনের বিভিন্ন স্থান থেকে রেললাইনের ক্লিপ ও অন্যান্য সামগ্রী চুরি করে আসছে।’

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ‘রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামিকে ১ ফেব্রুয়ারি সকালে জামালপুর আদালতে সোপর্দ করা হবে। রেললাইনের ক্লিপ চুরির ফলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তাই ট্রেন দুর্ঘটনা এড়াতে সংঘবদ্ধ চোরদের ধরতে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে।’