লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ৩০ জানুয়ারি পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনসার আলী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী, সকল ইউপি চেয়ারম্যান ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা দালাল চক্রের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য আহ্বান জানান। এবং উপজেলা ভিত্তিক প্রতি বছরে এক হাজার করে বাংলাদেশের শ্রমিক বিভিন্ন দেশে পাঠানো হবে বলে অনুষ্ঠিত সেমিনারে জানানো হয়।