শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকরাসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।