বাংলারচিঠিডটকম ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া চরশ্রীরামপুর এলাকায় ২৯ জানুয়ারি সকালে বাস চাপায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার উজান কাশিয়ারা গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তাঁর মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড়া গ্রামের অটোচালক রফিকুল ইসলাম (৫৫)।
গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ২৯ জানুয়ারি সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া চরশ্রীরামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ছাহারা বানুর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।সূত্র:বাসস।