মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে বিদ্যালয়টির মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রীড়া পরিষদের সভাপতি মো. আনিছুজ্জামানের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তারা, ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মোজাহারুল ইসলাম শামীম, বিদ্যালয়টির অভিভাবক সদস্য মো. রবিউল আওয়াল সরকার, মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য মোর্শেদা বেগম, বিচারক মন্ডলীর সদস্য মো. আব্দুল হালিম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২০ সালের ক্রীড়া পরিচালনা মন্ডলীর সদস্যবৃন্দ, বিচারক মন্ডলীর সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলা দু’টায় ক্রীড়ানুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া একই দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।