বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে দুর্নীতিবিরোধী রচনা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাধুরপাড়া আলহাজ কছর উদ্দিন দাখিল মাদরাসা ২৮ জানুয়ারি দুপুরে মাদরাসায় এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ‘এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের’ সভাপতি ও মুক্তিযোদ্ধা আফসার আলী। মাদরাসার সুপার মওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল্লাহ খান, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক ফরহাদ হোসেন, মোমেদ আলী, শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
বাংলাদেশে দুর্নীতির কারণ ও তার প্রতিকার নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, ইসলামী গান ও দেশের গান পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।