বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে উত্তরাঞ্চলে চরাঞ্চলের ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছেন জামালপুর জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে দলের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি। ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন তিনি।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়ালের ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বিগত ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পূর্ব মিয়াপাড়া মাদরাসা নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চর আমখাওয়া পূর্বপাড়া জামে মসজিদ নির্মাণ, তিন লাখ টাকা ব্যয়ে পাথরেরচর পাকা রাস্তা থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত রাস্তা নির্মাণ, এক লাখ টাকা ব্যয়ে ঝাউডাঙ্গা জে. কে মডেল হাই স্কুল পতাকা মঞ্চ নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কলাকান্দা জে. কে মডেল মাদরাসা নির্মাণ, চার লাখ টাকা ব্যয়ে কলাকান্দা কবরস্থান বাউন্ডারী নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ঝাউডাঙ্গা জামে মসজিদ নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মকিরচর মাদরাসা নির্মাণ করা হয়েছে।
এছাড়াও এক লাখ টাকা ব্যয়ে হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান নূর সালামের বাড়ির সামনে কালভার্ট নির্মাণ, দুই লাখ টাকা ব্যয়ে হাতীভাঙ্গা ইউনিয়নে চাঁন সওদাগর মেম্বারের বাড়ির পাশে রাস্তা নির্মাণ, এক লাখ টাকা ব্যয়ে উত্তর ভাতখাওয়া ফনির বাড়ির পাশে রাস্তা নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ডিগ্রিরচর ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ, এক লাখ টাকা ব্যয়ে ধানুয়া কামালপুর দক্ষিণপাড়া কালভার্ট নির্মাণ করা হয়েছে। এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ধানুয়া কামালপুর ইউনিয়নে মসজিদ নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বগারচর ইউনিয়নে টালিয়াপাড়া ইসলামিয়া মাদরাসা সংস্কার, তিন লাখ টাকা ব্যয়ে বগারচর ইউনিয়নের শফিকুল ইসলামে দাখিল মাদরাসা নির্মাণ করা হয়েছে।
পরবর্তীতে ২০১৮-১৯ অর্থ বছরে এক লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ঝাউডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ নির্মাণ, এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে উত্তর ভাতখাওয়া আলহাজ মেজাজুর অমিলে নিম্নমাধ্যমিক বিদ্যালয় সংস্কার, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ ভাতখাওয়া জামে মসজিদ সংস্কার, এক লাখ টাকা ব্যয়ে উত্তর ভাতখাওয়া নয়াবাড়ি জামে মসজিদ মেরামত, এক লাখ টাকা ব্যয়ে মাঠেরঘাট চিস্তিয়া ছাবরিয়া দায়রা শরীফ নির্মাণ, এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মাঠেরঘাট নয়াপাড়া জামে মসজিদ সংস্কার, ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চর আমখাওয়া ইউনিয়নের কালাম মাওলানার বাড়ির পূর্ব পাশ্বে মকিরচর পূর্ব জামে মসজিদ নির্মাণ। এছাড়াও এলাকার অসহায় দরিদ্র দু:স্থদের সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা দিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল।
প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল বাংলারচিঠিডটকমকে বলেন, ‘আমার ওয়ার্ডের বিভিন্ন স্থানে যেসব উন্নয়ন বাস্তবায়ন হয়েছে এবং চলমান রয়েছে তা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সুদৃষ্টিতেই কাজগুলো করতে পারছি। একজন জনপ্রতিনিধি হিসেবে জনসেবা ও এলাকার উন্নয়ন করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নয়ন অব্যাহত ও জনগণের পাশে থাকতে চাই।