সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ৪০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২৭ জানুয়ারি সকালে পৌর এলাকায় নাছির উদ্দিন কিন্ডার গার্ডেন্ট স্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ উদ্বোধন করেন সমকাল পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মো. সোলায়মান হোসেন হরেক।
অনুষ্ঠানে সমকাল সুহৃদ সরিষাবাড়ী শাখার উপদেষ্টা গোলাম মোস্তফা জিন্নাহ, মো. আন্নু মিয়া, আব্দুল হক তরফদার, সুহৃদের সভাপতি ওমর কাজি, সাধারণ সম্পাদক বাদশা ভূইয়া, সহসভাপতি কামরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ইয়াছিন আলম শিপন, অর্থ সম্পাদক শাহিন মিয়া খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম নবীনসহ সকল সদস্য, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।