বোরহানউদ্দিন, সানন্দবাড়ী ( দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মিতালী উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মিতালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিতালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুর রহমান।
মিতালী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল আলম, সাবেক সহকারী শিক্ষক আশরাফ হোসেন, উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মওলানা সেকান্দার আলী, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মিতালী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক আজাহার আলী।