বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একযোগে ৩৮টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নিবাচন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা বৃদ্ধি পাবে বলে মনে করেন বিজ্ঞজনরা।
২৫ জানুয়ারি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলীরপাড়া এমইউ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়। এই বিদ্যালয়ে নির্বাচনে ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকালে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ গাজী মো. আমানুজ্জামান, আমিন মোহাম্মদ গ্রুপের এজিএম গাজী মো. আজাদুজ্জামান, আলীরপাড়া এমইউ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।