বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে অর্ধশত কাঠের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গেলে গাছবাগানের মালিক আবু ছাইদ ও তার ছেলেকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেছে প্রভাবশালী প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৩ জানুয়ারি বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদরাসাবাড়ী গ্রামে।
বীরগাঁও গ্রামের মাদরাসাবাড়ী গ্রামের আবু ছাইদ জানায়, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের ইয়ানুছ মন্ডলের ছেলে দুলাল মিয়া, দেলুয়ার হোসেনসহ তাদের লোকজন ২৩ জানুয়ারি পরিকল্পিতভাবে আবু ছাইদের কাঠের বাগান কাটতে শুরু করে। এক পর্যায়ে ৫০টি কাঠের গাছ কেটে ফেলে তারা।
নিজের জমির গাছ কাটতে এ সময় বাধা দিতে গেলে দুুলাল মিয়া ও তার লোকজন আবু ছাইদ, তার ছেলে জিহাদ মিয়া ও ফরিদা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়। এর ফলে ভিকটিমরা মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আবু ছাইদ ও তার পরিবার প্রভাবশালী দুলাল মন্ডল ও দেলুয়ার মন্ডলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও ওই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিরীহ পরিবারকে আহত করার ঘটনায় বিচার দাবি করেছেন এলাকাবাসী।