জামালপুর অগ্রণী ব্যাংকের টাউন হল সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর অগ্রণী ব্যাংকের টাউন হল সমাবেশে অতিথি কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

অগ্রণী ব্যাংক লিমিটেড জামালপুর আঞ্চলিক শাখার আওতায় ১৪টি আঞ্চলিক শাখা ব্যবস্থাপক, খেলাপী ঋণ গ্রাহক, নতুন গ্রাহক বৃদ্ধির লক্ষ্যে টাউন হল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি সকালে শহরের শহীদ হারুন সড়ক সংলগ্ন অগ্রণী ব্যাংক জামালপুর আঞ্চলিক শাখা মিলনায়তনে সমাবেশের আয়োজন করেন অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ।

অগ্রণী ব্যাংক জামালপুর আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

জামালপুর অগ্রণী ব্যাংকের টাউন হল সমাবেশে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে বিশেষে অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় সার্কেলের মহাব্যবস্থাপক সফিকুর রহমান সাদিক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম আব্দুল জলিল, জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আজিজুর রহমান, জামালপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবিএম মাসুদুর রহমানসহ জামালপুর জেলার ১৪টি আঞ্চলিক কার্যালয়ের শাখা ব্যবস্থাপকগণ।

অতিথিবৃন্দ জামালপুর আঞ্চলিক শাখার আওতাধীন খেলাপি ঋণ গ্রাহক, অগ্রণী ব্যাংকের নিয়মিত গ্রাহক ও নতুন গ্রাহক বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও ব্যাংক কর্মকর্তাসহ গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। আগামী দিনে জামালপুর অঞ্চলে অগ্রণী ব্যাংকের বিভিন্ন সমস্যা, সমস্যার সমাধান, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির লক্ষ্যসহ ব্যাংকের বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।