বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্কাউট কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে পাঁচদিনব্যাপী ৩য় জামালপুর রোভার মুট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
২৪ জানুয়ারি সন্ধ্যায় ওই কলেজ মাঠে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে রোভার মুট কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম কলেজের অধ্যক্ষ একেএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ গাজী মো. আমানুজ্জামান, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান।
এছাড়াও ঐতিহ্যবাহী গাজী পরিবারের সদস্য গাজী মো. আজাদুজ্জামান, গাজী মাঈদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্কাউট তাঁবু পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্যরা। পরিদর্শনকালে কলেজের প্রতিষ্ঠাতা গাজী মো. আমানুজ্জামানের পক্ষ থেকে রোভারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন কলেজের রোভার সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোভার মুটে জামালপুর জেলার ৩৪টি কলেজের ৩০৬ জন রোভার সদস্য তাদের তাবুতে অংশ নিয়েছেন।