জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘জয় হোক মানবতা, দূর হোক দরিদ্রতা, মানবতার সেবাই হোক আমাদের আগামী দিনের পথচলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক সংগঠন জ্ঞান শিক্ষা বিনোদন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ। ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে সদরের কালাবহ স্লুুইচগেইট মোড় এলাকায় এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ সময় প্রায় ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
জ্ঞান শিক্ষা বিনোদনের সভাপতি কবি মো. রফিকুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জ্ঞান শিক্ষা বিনোদন প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান এস এফ এম রোকনুজ্জামান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মনজু, জেলা জেএসডির সভাপতি মো. আমির হোসেন, জামালপুর উন্নয়ন সংঘ মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরল, সমাজসেবক মো. শফিকুল ইসলাম মুকুল, নুরুজ্জামান লিটন, সাংবাদিক জুয়েল রানা, মাহমুদুল হাসান মুক্তা, নিপুন জাকারিয়া, জ্ঞান শিক্ষা বিনোদন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান রাসেল, পরিচালক ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক রোকন সরকার, রকিবুল ইসলাম রাকিব, রুমন, মুখলেছুর রহমান বাবু, ফারুক আহম্মেদ, শামীম আহম্মেদ, শিমুল আহম্মেদ, হাবিবুর রহমান সবুজ, হুমায়ুন করিব প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলো শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। সরকার অসহায়দের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতে আরও সহযোগিতা করবে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।