দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ-ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নদীভাঙ্গা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত নারী প্রধান ১ হাজার ৪০০টি পরিবারের প্রতিটি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি দেওয়ানগঞ্জ গণচেতনা কার্যালয়ে ওই নারীদেরকে সহায়তার এ অর্থ বিতরণ করা হয়।
সর্বাধিক ঝুঁকিপূর্ণ নারী প্রধান পরিবারসমূহকে জীবিকা কেন্দ্রিক জরুরী সহায়তা প্রদান প্রকল্পের উদ্যোগে অর্থগ্রহণকারীদের ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের এ অর্থ সহায়তা দেওয়া হল। ইউএন উইমেন ও খ্রিস্টান এইড এর সহায়তায় গণচেতনা এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, গণচেতনার জেলা সমন্বয়ক ফাতেমা নার্গিস ও জাবেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।