বকশীগঞ্জে পাটচাষীদের বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ

বকশীগঞ্জে পাটচাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২০ মৌসুমের নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী পাটচাষীদের মাঝে ২১ জানুয়ারি দুপুরে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পাট অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০০ জন পাটচাষীর মাঝে ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার প্রধান অতিথি থেকে সার বিতরণ করেন।

সার বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, নিলক্ষিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরসহ পাটচাষীরা উপস্থিত ছিলেন।