দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, স্টেশন মাস্টার রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাফ উদ্দিন, দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, দেওয়ানগঞ্জ ইউপি চেয়ারম্যান ছামিউল হক, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, ডাংধরা ইউপি চেয়ারম্যান শেখ মুহাম্মদ মাসুদুর রহমান, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান নুর সালাম।
এছাড়াও সভায় সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।