মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ২০ জানুয়ারি বেলা ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ২০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ. মো. ওয়ারেছ আলী মামুন। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল প্রমুখ।
এ সময় জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে আগামী দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।