মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় মধুমতি ব্যাংকের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি দুপুরে মেলান্দহে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
কম্বল বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, মেলান্দহের মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজি দিদার পাশা, মধুমতি ব্যাংকের এসইভিপি হেড অব এসইমি রিটেইল ব্যাংকিং শাহীন হাওলাদার, মেলান্দহ শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সম্পাদক হাবিবুর রহমান হেলাল প্রমুখ।