বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্বনামধন্য আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। ১৮ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কলেজ পরিদর্শনকালে তিনি নবনির্মিত প্রধান গেইট ও শিক্ষার্থীদের সঙ্গে মতবনিমিয় করেন।
মতবিনিময়কালে তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেন।
এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি গাজী মো. আমানুজ্জান, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, আওয়ামী লীগনেতা সাখাওয়াতুল্লাহ সাকাসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।