নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পাওয়া দশমিক ১১ একর কৃষি খাস ভূমি ফিরে পেলেন প্রতিবন্ধী ভূমিহীন রেহাল মিয়া। ১৫ জানুয়ারি অবৈধ দখলদারের উপস্থিতিতে এক মধ্যস্থতায় দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান তাকে এ ভূমি বুঝিয়ে দেন।
জানা গেছে, উপজেলার বাহাদুরাবাদ মৌজার বিআরএস ১৫৮৮ নম্বর দাগে প্রতিবন্ধী ভূমিহীন রেহাল মিয়ার নামে বন্দোবস্তকৃত দশমিক ১১ একর কৃষি খাস জমি অবৈধভাবে ভোগদখল করে চাষাবাদ করে আসছিলেন স্থানীয় ফজল মিয়া। ১৫ জানুয়ারি দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার এবং অবৈধ দখলদার ফজল মিয়ার উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে বিষয়টির মধ্যস্থতা করা হয়। এ সময় সিদ্ধান্ত মেনে নিয়ে ফজল মিয়া ওই ভূমির দখল ছেড়ে দেন। সেই ভূমিটুকু প্রতিবন্ধী ভূমিহীন রেহাল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়।