নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
এমনিতেই দরিদ্র এর ওপর দুই শ্রমিকের অকাল মৃত্যু পরিবার দুটির মাঝে নেমে এসেছে শোক আর দারিদ্রের প্রবল কালো ছায়া। পরিবারের এই দুরাবস্থায় জামালপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তাদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে। প্রত্যেক পরিবারের হাতে তুলে দিয়েছে ৬০ হাজার করে টাকা। এছাড়া পরিবারে কর্মসক্ষম কোনো ব্যক্তি থাকলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
১৬ জানুয়ারি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. আব্দুল হামিদ তোতা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. লিটন মিয়া, দপ্তর সম্পাদক আব্দুছ ছালাম, প্রচার সম্পাদক মোরাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য বিপুল, মাজহারুল ইসলাম মিসুখ ও মো. লাল মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলারচিঠিডটকম এর সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম।
পরিবহন শ্রমিক মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে মো. বখতিয়ার হোসেন এবং মরহুম আব্দুস ছালামের স্ত্রী ইক্তা বেগম অনুদানের টাকা গ্রহণ করেন। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে এযাবৎ মৃত্যু পরবর্তী ১৯ জন শ্রমিকের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বলে জানান জীবন সাহা।