শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন এনএটিপি-২, ডিএই, খামারবাড়ি ঢাকার পরিচালক পদে পদায়ন হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার আয়োজনে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের স্মৃতি বিজড়িত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আলতাব আলী, বিসিআইসি পরিবেশক আমিনুল ইসলাম, সাংবাদিক মোসারফ হোসেন প্রমুখ।
এসময় উপজেলা কৃষি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।