লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় গরুচোরদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও তাহিজুল হক তারা মিয়ার নামে ষড়যন্ত্রের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা বটতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক তাহিজুল হক তারা মিয়ার আয়োজনে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় তাহিজুল হক তারা মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, গরুচোরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর সিদ্ধান্তে আমি ইসলামপুর থানায় ইয়াকুব আলী, শামীম ও লাভলুদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ দায়ের করি। ইয়াকুব আলী সেই মামলায় গ্রেপ্তার হলে চোরদের সহায়তাকারীরা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে।
এসময় ষড়যন্ত্রকারীদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হানিফ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান তারা, সহ-সম্পাদক খাজু ফারাজী, আওয়ামী লীগনেতা শাহেদ মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।