লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পথচারী ও ব্যবসায়ীদের এলোমেলো দৌঁড়াতে দেখা যায়। তবে পরক্ষণেই জানা যায় জামালপুরের ইসলামপুর উপজেলার আকাশে আতশবাজি হচ্ছে। তবে এরকম আতশবাজির কারণে অনেককেই আতঙ্কিত হতে দেখা যায়।
একসময় আতশবাজির কথা শুনে উৎসুক জনতার আতঙ্ক কেটে যায়। জ্বলে উঠলো হঠাৎ আলোকিত ইসলামপুরের আকাশ! অনেকেই আতশবাজির এ ঘটনা মোবাইলে ধারণ করতে শুরু করেন।
শুধু ইসলামপুরে নয় আতশবাজির শব্দে অনেকেই সদর এলাকার আশপাশ থেকে ফোন দিয়ে খবর নেন, উপজেলায় গোলাগুলি হচ্ছে কিনা? খবর নিয়ে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে এ আতশবাজির আয়োজন করা হয়।
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুজিব বর্ষ উদযাপনে উপজেলার জনতা মাঠে আতশবাজির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এই আনন্দ মুহূর্তের আয়োজন করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও হাজারও দর্শক এ আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন।