দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও দেওয়ানগঞ্জ মডেল থানা।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারি বিকেল তিনটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মডেল থানা ফটকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুর রহমান, বাহাদুরাবাদ ঘাট নৌথানার ওসি মিজানুর রহমান, আওয়ামী লীগনেতা শফিউল হক মান্না, শাহজাহান আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রকৌশলী আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।