বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়েছে। ১০ জানুয়ারি কলেজে ক্ষণগণনা যন্ত্র স্থাপনের মধ্য দিয়ে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু করা হয়। ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্ষণগণনার কার্যক্রমে এ সময় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ গাজী মো. আমানুজ্জামান, কলেজের গভর্নিং বডির সদস্য মনোয়ারা বেগম, দাতাসদস্য গাজী মো. আজাদুজ্জামান, কলেজের সাবেক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন খান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক ফরিদ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গভর্নিংবডির সদস্য, সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।