বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ৯ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় উপজেলা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জানুয়ারি থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষণগণনাযন্ত্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি ফটোবুথ তৈরি করা হয়েছে।
একই সঙ্গে ক্ষণগণনা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখার জন্য এলইডি মনিটর স্থাপন করা হবে। প্রতিটি কার্যক্রমকে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে উন্মুক্ত আলোচনায় স্থানীয় সংবাদ কর্মীরা বিভিন্ন মতামক প্রদান করেন। বকশীগঞ্জ উপজেলার সকল সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।