আলী আকবর, জামালপুর
বাংলারচিঠিডটকম
প্রখ্যাত ফটো সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অজিত সোম কানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম।
তিনি এক শোকবার্তায় প্রয়াত ফটো সাংবাদিক অজিত সোম কানুর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অজিত সোম কানুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অজিত সোম কানু (৮০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৮ জানুয়ারি বিকালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।