নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
প্রজন্মকে রক্ষা এবং নিরাপদ ও বাসযোগ্য জামালপুর জামালপুর গড়ে তোলার জন্য সমাজ থেকে মাদকের বৃষবিক্ষ সমূলে উৎপাটনের লক্ষ্যে ৯ জানুয়ারি জামালপুরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী মানববন্ধন।
শহরের ভাষা ও মুক্তিসংগ্রামী সড়কে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মাদকবিরোধী আন্দোলনের সংগঠক জাহাঙ্গীর সেলিম, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীর ভূইয়া, বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, মাদকবিরোধী সপ্তাহ পালনের অংশ হিসেবে মানববন্ধন পালন করা হয়। এর আগে সংবাদ সম্মেলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রচার, প্রচারণা করা হয়।