নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের প্রবীণ ফটো সাংবাদিক অজিত সোম কানুকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
জানা যায়, ৮ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে বার্ধ্যক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় পৌরসভার আমলাপাড়া তাঁর বাড়িতে ছুটে যান ফটো সাংবাদিকরা। এ সময় প্রবীণ ফটো সাংবাদিক অজিত সোম কানুর প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
এদিকে তাঁর মুত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল হাজরা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, জামালপুর জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক নিপুন জাকারিয়া, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মুক্তা, প্রচার সম্পাদক এস. এম হোসাইন আছাদ, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন মন্ডল, আবুল কালাম আজাদ, সদস্য শামীম হোসেনসহ সকল সদস্যবৃন্দ শোক জানিয়েছেন।
অজিত সোম কানু বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠা সভাপতি ছিলেন।