বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি বিকালে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ যুবসমাজের উদ্যোগে চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের হাজী শহিজল হক প্রথম স্থান অর্জন করেছেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
এ সময় মুক্তিযোদ্ধা আফসার আলী, শেফালী মফিজ মহিলা আলিম মাদারাসার অধ্যক্ষ আবদুর রশিদ, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান দুদু, মুছামিয়া, শাহজাহান মিন্টু ও তারেক মিয়া।
প্রায় ১০ হাজার মানুষ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।