নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের শ্রীবর্দী উপজেলার নবীনপুর এলাকায় ৪ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার নবীনপুর গ্রামের মৃত জগনাথের ছেলে পুজন (৩৬) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আমলালপুর গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. সুরুজ্জামাল (৪৫)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৪ জানুয়ারি রাত সাতটার দিকে শেরপুরের শ্রীবর্দী উপজেলার নবীনপুর গ্রামে স্থানীয় পুজনের বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় ১১ লিটার দেশীয় চোলাই মদসহ পুজন ও মো. সুরুজ্জামালকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে শেরপুরের শ্রীবর্দী থানায় একটি মামলা দায়ের করেছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।