নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, শিল্পী-সংগ্রামী সত্যেন সেনের ৩৯তম প্রয়াণ দিবস জামালপুরে পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ জানুয়ারি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদ উদীচী কার্যালয়ে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ।
প্রদীপ প্রজ্বলন করে সত্যেন সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় আলোচনা করেন জামালপুর উদীচীর সদস্য এস. এম. আবু সাঈদ রিফাত, মাফিজুর রহমান, গোপাল দে, সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভর ও সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা। এতে সভাপতিত্ব করেন জামালপুর উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।
আলোচনা সভা শেষে উদীচী শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।