বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার আয়োজনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সানন্দবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুসামা আকন্দ, ছাত্রলীগনেতা রুবেল, লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। এ ছাত্রলীগ ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯সহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে।