ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারে পূর্ণাঙ্গ কমিশন গঠন চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি মোশারফ গ্রেপ্তার আরও শক্তিশালী হলো ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যখন আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি : নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরিষাবাড়ীতে পুলিশের মতবিনিময় ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ বকশীগঞ্জে অবৈধ পার্কিং করায় ভ্রাম্যমাণ আদালতে সিএনজি চালকদের জরিমানা

সরিষাবাড়ীতে দুর্বৃত্তের হাতে বৃদ্ধ নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক ও সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নাছির উদ্দিন বাঘা (৬৫) নামের একজন বৃদ্ধ গৃহকর্তা অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ জানুয়ারি ভোররাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধ নাছির উদ্দিন মাজালিয়া গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। তার স্ত্রী নেই। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে নাজমা বেগম শ্বশুরবাড়িতে থাকেন। ছেলে আক্তারুজ্জামান কাবেল চাকরিসূত্রে কক্সবাজারে বসবাস করেন।

নিহত নাছির উদ্দিনের বড় মেয়ে নাজমা বেগম অভিযোগ করে বাংলারচিঠিডটকমকে জানান, কিছুদিন আগে তার মা মারা গেছেন। তার বাবা একাই বাড়িতে থাকতেন। প্রতিবেশী নিকটাত্মীয়ের বাড়িতে খাবার খেতেন। ৪ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে খাবার খেতে না যাওয়ায় প্রতিবেশী নিকটাত্মীয়রা তার খোঁজ নিতে গিয়ে দেখেন শোবার ঘরের দরজা খোলা। ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় তার বাবা নাছির উদ্দিনের মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাকমুখ দিয়ে রক্তও বের হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফোলাজখমও রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নাজমা বেগম কিছু জানাতে পারেননি।

এদিকে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ৪ জানুয়ারি সন্ধ্যার দিকে নিহত নাছির উদ্দিনের মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য বৃদ্ধ নাছির উদ্দিনের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার খবর পেয়ে তার ছেলে আক্তারুজ্জামান কাবেল কক্সবাজার থেকে রওনা হয়েছেন। তিনি এসে থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে আমাকে জানিয়েছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

সরিষাবাড়ীতে দুর্বৃত্তের হাতে বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৮:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০

জ্যেষ্ঠ প্রতিবেদক ও সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নাছির উদ্দিন বাঘা (৬৫) নামের একজন বৃদ্ধ গৃহকর্তা অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ জানুয়ারি ভোররাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধ নাছির উদ্দিন মাজালিয়া গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। তার স্ত্রী নেই। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে নাজমা বেগম শ্বশুরবাড়িতে থাকেন। ছেলে আক্তারুজ্জামান কাবেল চাকরিসূত্রে কক্সবাজারে বসবাস করেন।

নিহত নাছির উদ্দিনের বড় মেয়ে নাজমা বেগম অভিযোগ করে বাংলারচিঠিডটকমকে জানান, কিছুদিন আগে তার মা মারা গেছেন। তার বাবা একাই বাড়িতে থাকতেন। প্রতিবেশী নিকটাত্মীয়ের বাড়িতে খাবার খেতেন। ৪ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে খাবার খেতে না যাওয়ায় প্রতিবেশী নিকটাত্মীয়রা তার খোঁজ নিতে গিয়ে দেখেন শোবার ঘরের দরজা খোলা। ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় তার বাবা নাছির উদ্দিনের মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাকমুখ দিয়ে রক্তও বের হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফোলাজখমও রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নাজমা বেগম কিছু জানাতে পারেননি।

এদিকে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ৪ জানুয়ারি সন্ধ্যার দিকে নিহত নাছির উদ্দিনের মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য বৃদ্ধ নাছির উদ্দিনের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার খবর পেয়ে তার ছেলে আক্তারুজ্জামান কাবেল কক্সবাজার থেকে রওনা হয়েছেন। তিনি এসে থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে আমাকে জানিয়েছেন।’