বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৌষের পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বনামধন্য আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে ৪ জানুয়ারি কলেজ মাঠে পিঠামেলার আয়োজন করা হয়।
পিঠামেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার। অনুষ্ঠানে এসময় আলহাজ গাজী আমানুজ্জামান কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, দাতা সদস্য মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু প্রমুখ উপস্থিত ছিলেন।
পিঠামেলায় বিভিন্ন স্টলে বাহারী পদের পিঠা প্রদর্শন করা হয়। মেলা শেষে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।