ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঠেকাতে ডা. জাকির হোসেনের মহতি উদ্যোগ অপরাজেয়র সংযোগ প্রকল্পের জামালপুর কার্যালয়ে চিকিৎসা শিবির অনুষ্ঠিত জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত চরপাকেরদহ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’: ট্রাম্প জামালপুর সিংহজানি উচ্চবিদ্যালয়ে তারুণ্যমেলা সমাপ্ত শেরপুরে উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিংনায় কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই হল অন্য মায়ের কোলে

গৃহবধূ পূর্ণিমার কোলে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি। ছবি : বাংলারচিঠিডটকম

গৃহবধূ পূর্ণিমার কোলে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

রাস্তার কুড়িয়ে পাওয়া ফুটফুটে নবজাতকের ঠাঁই হয়েছে অন্য মায়ের কোলে। ৪ জানুয়ারি সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের আরএমপাড়া জামে মসজিদের সামনে তারাকান্দি-ভুয়াপুর সড়কে ছেলে নবজাতকটি পাওয়া যায়। বর্তমানে নবজাতক শিশুটি পিংনা গ্রামের হাজি আবুল হোসেনের পুত্রবধূ পূর্ণিমা বেগমের কাছে রয়েছে।

হাজি আবুল হোসেন বাংলারচিঠিডটকমকে জানান, ৪ জানুয়ারি সকালে ফজর নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে একটি গর্তে বাচ্চা কাঁদতে দেখেন। পরে মুসল্লিরা নবজাতক ছেলেটিকে কেউ নিতে না চাইলেও তাদের মধ্যে হাজি আবুল হোসেন শিশুটিকে নিজবাড়িতে নিয়ে যান। তিনি আরো জানান, তার ছেলে আব্দুল জলিল-পূর্ণিমা দম্পতির ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাদের আর সন্তান হচ্ছে না। তাই ছেলে নবজাতকটি পেয়ে তারা সন্তান হিসেবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।

পূর্ণিমা বেগম বলেন, ছেলেটি পেয়ে আমরা খুশি। ওর মা ওকে সন্তানের স্বীকৃতি না দিলেও আমরা মানুষের মতো মানুষ করবো। এদিকে ছেলেটির নাম আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ রাখা হয়েছে বলেও তিনি জানান।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ ইন্সপেক্টর মোহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, পিংনা এলাকায় একটি নবজাতক ছেলে শিশু কুড়িয়ে পাওয়ার কথা শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

পিংনায় কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই হল অন্য মায়ের কোলে

আপডেট সময় ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
গৃহবধূ পূর্ণিমার কোলে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

রাস্তার কুড়িয়ে পাওয়া ফুটফুটে নবজাতকের ঠাঁই হয়েছে অন্য মায়ের কোলে। ৪ জানুয়ারি সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের আরএমপাড়া জামে মসজিদের সামনে তারাকান্দি-ভুয়াপুর সড়কে ছেলে নবজাতকটি পাওয়া যায়। বর্তমানে নবজাতক শিশুটি পিংনা গ্রামের হাজি আবুল হোসেনের পুত্রবধূ পূর্ণিমা বেগমের কাছে রয়েছে।

হাজি আবুল হোসেন বাংলারচিঠিডটকমকে জানান, ৪ জানুয়ারি সকালে ফজর নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে একটি গর্তে বাচ্চা কাঁদতে দেখেন। পরে মুসল্লিরা নবজাতক ছেলেটিকে কেউ নিতে না চাইলেও তাদের মধ্যে হাজি আবুল হোসেন শিশুটিকে নিজবাড়িতে নিয়ে যান। তিনি আরো জানান, তার ছেলে আব্দুল জলিল-পূর্ণিমা দম্পতির ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাদের আর সন্তান হচ্ছে না। তাই ছেলে নবজাতকটি পেয়ে তারা সন্তান হিসেবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।

পূর্ণিমা বেগম বলেন, ছেলেটি পেয়ে আমরা খুশি। ওর মা ওকে সন্তানের স্বীকৃতি না দিলেও আমরা মানুষের মতো মানুষ করবো। এদিকে ছেলেটির নাম আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ রাখা হয়েছে বলেও তিনি জানান।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ ইন্সপেক্টর মোহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, পিংনা এলাকায় একটি নবজাতক ছেলে শিশু কুড়িয়ে পাওয়ার কথা শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।