নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
‘নারীর জয় সবার জয়’ এই শ্লোগানে পাথালিয়া সৃষ্টি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি দুপুরে জামালপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড পাথালিয়া গুয়াবাড়ীয়া মুন্সিবাড়ী সংলগ্ন মাঠে এর আয়োজন করা হয়।
সৃষ্টি মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি চিকিৎসক সাঈদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জাতীয় মহিলা সংস্থা জামালপুর এর চেয়ারম্যান রাশেদা ফারুকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিৎসক আলী ইব্রাহীম, সাইফুল ইসলাম ফরিদ, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক মারুফা আক্তার পারুল, জেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনিন আক্তার রুমি, শহর মহিলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র সায়মা হামজা সিমি, হস্তশিল্প ব্যবসায়ী সমিতি জামালপুর জেলা শাখার যুগ্মআহ্বায়ক শাহিনুর আলম, মো. স¤্রাট, সদস্য আব্দুল ওয়াদুদসহ সৃষ্টি মহিলা উন্নয়ন সংস্থার সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে ছোট ও বড় সকলকে নিয়ে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার তুলে দেন।