শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের ফুল বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ৩ জানুয়ারি রাতের কোন এক সময় শত্রুতা করে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে দুর্বৃত্তরা।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মজিবর রহমান জানান, ফুল গাছের সাথে এ কেমন শত্রুতা তা আমি নিজেও জানি না। যে বা যারা এ কাজটি করেছে তারা মানুষ হতে পারে না। কারণ মানুষ এমন ঘৃণ্যতম কাজ করতে পারে না। এ বিষেয়ে হাসপাতাল কর্তৃপক্ষসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের নৈশপ্রহরীর গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। তারা সময় মত দায়িত্ব পালন করেন না। দায়িত্ব ফাঁকি দিয়ে সরকারি টাকা নেয়।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।