সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের সৈয়দ আলীর (৭৫) দাফন ৩ জানুয়ারি বিকেলে সম্পন্ন হয়েছে। তিনি ২ জানুয়ারি রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক নয়াদিগন্তের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইব্রাহিম হোসেন লেবুর বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ আলীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া তার বাড়িতে নিয়ে যাওয়া হলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নামে। ৩ জানুয়ারি বিকেলে সেঙ্গুয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
সাংবাদিক ইব্রাহিম হোসাইন লেবুর বাবার মৃত্যুতে সরিষাবাড়ী প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা সরিষাবাড়ী উপজেলা শাখার সকল কর্মকর্তা ও উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।