ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণবিজ্ঞপ্তি : নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুভ মহালয়া : জামালপুরে দুর্গাপূজার শুভ সূচনা দেওয়ানগঞ্জে ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১ এখনও পাঁচশ’র মত বন্দি পলাতক রয়েছে : জামালপুরে কারা মহাপরিদর্শক ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি : রাষ্ট্রদূত ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ ইসলামপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সিডসের আওতায় বেকার যুবকদের টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ

পানি থাকলেই প্রকৃতি ভারসাম্য ফিরে পাবে : সংসদ সদস্য মোজাফফর

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন বলেছেন, ‘প্রকৃতি ও জীবনে আমরা এখন অনেক কিছুরই অভাব অনুভব করছি। নদী, খাল-বিলে এখন আর সারা বছর পানিপ্রবাহ থাকে না। ব্রহ্মপুত্রসহ সারাদেশের অনেক নদ-নদী শুকিয়ে গেছে। প্রকৃতি ও জীবনের মধ্যে যে ভারসাম্যহীনতা চলছে সেগুলো আমাদেরকে উপলব্ধিতে আনতে হবে। মনে রাখতে হবে পানি থাকলেই প্রকৃতি ভারসাম্য ফিরে পাবে।’

৩ জানুয়ারি সকালে জামালপুর প্রেসক্লাবে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশন জামালপুর জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন, ‘প্রকৃতির বিরূপতার জন্য আজকে সারা পৃথিবীতে উচ্চ তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রাণিসম্পদ, গাছপালা, নদীনালা সবকিছু আছ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষায় বর্তমান সরকার ২১০০ সাল পর্যন্ত একটা ডেল্টা পরিকল্পনা হাতে নিয়েছে। যার মাধ্যমে সুপেয় পানি এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে দেশের সকল নদীনালা, খালবিল খনন ও সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে এর কাজও শুরু হয়ে গেছে।’

চ্যানেল আই প্রকৃতি মেলার শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, ‘এই ব্রহ্মপুত্র নদ খনন শুরু হয়েছে। অনেক বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এক সময় আমরা সেই আগের মতোই সারা বছর ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ দেখতে পাবো। পানি তার নিজের গতিতে প্রবাহিত হবে। পাড় ভাঙবে না। কোনো গ্রামগঞ্জ ডোবাবে না। সারাদেশে প্রতিটি উপজেলায় পুরনো খাল দখলমুক্ত ও খনন কাজও শুরু হয়েছে। জামালপুর সদরে প্রথম পর্যায়ে পাঁচটি খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো খাল খনন করে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। সারাদেশে নদীনালা খাল খনন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়ে ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছেন। কিন্তু এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে।’

চ্যানেল আইয়ের জামালপুরের সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম রাশেদ, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি সাযযাদ আনসারী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি দুলাল হোসাইন প্রমুখ।

এর আগে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই লক্ষ্য নিয়ে ঢাকায় ৪ জানুয়ারি চ্যানেল আই প্রকৃতি মেলা সফল করতে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্য, জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণবিজ্ঞপ্তি : নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে বিশেষ অভিযান

পানি থাকলেই প্রকৃতি ভারসাম্য ফিরে পাবে : সংসদ সদস্য মোজাফফর

আপডেট সময় ০৯:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন বলেছেন, ‘প্রকৃতি ও জীবনে আমরা এখন অনেক কিছুরই অভাব অনুভব করছি। নদী, খাল-বিলে এখন আর সারা বছর পানিপ্রবাহ থাকে না। ব্রহ্মপুত্রসহ সারাদেশের অনেক নদ-নদী শুকিয়ে গেছে। প্রকৃতি ও জীবনের মধ্যে যে ভারসাম্যহীনতা চলছে সেগুলো আমাদেরকে উপলব্ধিতে আনতে হবে। মনে রাখতে হবে পানি থাকলেই প্রকৃতি ভারসাম্য ফিরে পাবে।’

৩ জানুয়ারি সকালে জামালপুর প্রেসক্লাবে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশন জামালপুর জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন, ‘প্রকৃতির বিরূপতার জন্য আজকে সারা পৃথিবীতে উচ্চ তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রাণিসম্পদ, গাছপালা, নদীনালা সবকিছু আছ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষায় বর্তমান সরকার ২১০০ সাল পর্যন্ত একটা ডেল্টা পরিকল্পনা হাতে নিয়েছে। যার মাধ্যমে সুপেয় পানি এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে দেশের সকল নদীনালা, খালবিল খনন ও সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে এর কাজও শুরু হয়ে গেছে।’

চ্যানেল আই প্রকৃতি মেলার শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, ‘এই ব্রহ্মপুত্র নদ খনন শুরু হয়েছে। অনেক বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এক সময় আমরা সেই আগের মতোই সারা বছর ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ দেখতে পাবো। পানি তার নিজের গতিতে প্রবাহিত হবে। পাড় ভাঙবে না। কোনো গ্রামগঞ্জ ডোবাবে না। সারাদেশে প্রতিটি উপজেলায় পুরনো খাল দখলমুক্ত ও খনন কাজও শুরু হয়েছে। জামালপুর সদরে প্রথম পর্যায়ে পাঁচটি খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো খাল খনন করে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। সারাদেশে নদীনালা খাল খনন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়ে ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছেন। কিন্তু এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে।’

চ্যানেল আইয়ের জামালপুরের সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম রাশেদ, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি সাযযাদ আনসারী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি দুলাল হোসাইন প্রমুখ।

এর আগে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই লক্ষ্য নিয়ে ঢাকায় ৪ জানুয়ারি চ্যানেল আই প্রকৃতি মেলা সফল করতে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্য, জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেন।