বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের মা রোকেয়া বেগম (৭৬) ২ জানুয়ারি সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমার প্রথম জানাযা নামাজ গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারি জুমার নামাজের পর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমার একমাত্র ছেলে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত তার মায়ের রূহের মাগফিরাত কামনায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
রোকেয়া বেগমের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সাবেক ভিপি আবদুল হালিম মন্ডল, সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন ও মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন।