সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সারাদেশের ন্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে খুশিতে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা।
১ জানুয়ারি সকালে রাণী দি মনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা একাডেমিক কর্মকর্তা রহুল আমিন বেগ, রাণী দি মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে ১ জানুয়ারি সকালে সরিষাবাড়ীর সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আরামনগর কামিল মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
নতুন বই হাতে পেয়ে আরামনগর কামিল মাদরাসার শিক্ষার্থী শফিকুল ইসলাম, রমযান আলীসহ আরো অনেকেই বলেন, আমরা সরকারিভাবে মাদরাসা থেকে নতুন বই পেয়ে অনেক খুশি হয়েছি। আমাদের মতো গরীব ছাত্রদের পক্ষে এতগুলো বই টাকা দিয়ে কেনা সম্ভব হতো না। বিনামূল্যে এসব বই দেওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।