নতুন পাঠ্যবই পেল মার্চেন্ট একাডেমির শিক্ষার্থীরা

মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এম আলমগীর, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের শহরের মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২১২ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বছরের প্রথম দিনেই এই বই তুলে দেওয়া হয়।

নতুন বই বিতরণ উপলক্ষে ১ জানুয়ারি সকালে ২১ নম্বর মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইকরামুল হক নবীনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসায়েদা বেগম, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শাহীন আলম, সহকারী শিক্ষক শ্যামলী কুন্ডু, অভিভাবক সদস্য খন্দকার হাবিবুর রহমান, উত্তম কুমার পাল, রহিমা বেগম, শাম্মী আক্তার রুনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাবিয়া সুলতানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৪ কোটি ২৭ লাখ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারি ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই তুলে দেওয়া হয়েছে। সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়িসহ সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে বইগুলো মুদ্রণ করেছে সরকার। দেশের সব শিক্ষার্থীরাই নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে বই পাবে।