নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর জেলা ছাত্রদল দিবসের শুরুতেই শহরের কথাকলি মার্কেটে জেলা ছাত্রদল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
১ জানুয়ারি দুপুরে নিরালা মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী।
শোভাযাত্রায় জেলা ছাত্রদলনেতা হামিদ রাজন বাঁধন, শহীদ জিয়া ছাত্র পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শহর ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মতি পাঠান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রমজান মিয়া, সহ-দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জামালপুর সদর থানা পূর্ব শাখা ছাত্র দলের সহ-সভাপতি রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়াসহ জেলা ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।