বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হয়। প্রধান অতিথি থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, শিক্ষক সুশীল বর্মন, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ রিপন, মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।