সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিরব হাসান (২২) ট্রাকচাপায় মারা গেছেন। ৩০ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাত সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগনেতা নিরব হাসান ৩০ ডিসেম্বর বিকেলে পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের নিজবাড়ি থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিরব হাসান পিংনা সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।