বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণের উপর স্থানীয় পাটচাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর পাট অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।
এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদার, বকশীগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ. কে. এম. কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পাটের ব্যাগের ব্যবহারে জোরদার ও পলিথিন ব্যবহার রোধ করার মাধ্যমে পাটের সুদিন ফিরিয়ে আনার জন্য কৃষকদের প্রতি আহ্বান করা হয়। পাশাপাশি আরো আধুনিক পদ্ধতিতে পাটচাষ ও বীজ সংরক্ষণ করে গুণগত মান ধরে রাখার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়।