বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না তার এলাকার দরিদ্র, ছিন্নমুল ও আদিবাসিদের মাঝে কম্বল বিতরণ করেছেন। তিনি ২৯ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়, দিঘলকোণা আদিবাসি বিদ্যালয় ও সাধুরপাড়া ইউনিয়নে এক হাজার কম্বল বিতরণ করেন।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণকালে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রকিবুল হাসান রাসেল, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী, জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. তাহেরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।